ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে কিশোর নিখোঁজ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, জুন ৩০, ২০২৩
কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে কিশোর নিখোঁজ

পটুয়াখালী: কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে নাবিল (১৬) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে।

শুক্রবার (৩০ জুন) দুপুরে সৈকতের চর গঙ্গামতি এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ নাবিল কলাপাড়া পৌর শহরের এতিমখানা এলাকার মৃত বজলুর রহমানের ছেলে। এবার ঢাকার একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল সে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নাবিল চাপলী গ্রামের তার নানা বাড়ি থেকে দুই মামাতো ভাইয়ের সঙ্গে চর গঙ্গামতি সৈকতে ঘুরতে যায়। পরে তারা তিনজনই সৈকতে গোসলে নামে।   এসময় নাবিল সাঁতার না জানায় স্রোতের টানে সাগরে ভেসে যায়।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ ও মহিপুর থানা পুলিশ এবং কলাপাড়া ফায়ার সার্ভিস তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে।

কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস বলে, আমরা নিখোঁজ কিশোরকে উদ্ধারে ইতোমধ্যে অভিযান শুরু করেছি। উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জুন ৩০, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।