ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশাচাপায় শিশুর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৩, জুলাই ২, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশাচাপায় শিশুর মৃত্যু 

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের কালিনগর ধুমিহায়াতপুর গ্রামে অটোরিকশাচাপায় ইয়াসিন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  

রোববার (২ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ইয়াসিন ওই গ্রামের মহবুল ইসলামের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, অটোরিকশাচাপায় গুরুতর আহত ইয়াসিন। স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাস্থল শিবগঞ্জ থানার মধ্যে। তাই এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেবে শিবগঞ্জ থানা পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, জুলাই ০২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।