ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে বিয়েতে কাঁচা মরিচ উপহার!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, জুলাই ২, ২০২৩
কিশোরগঞ্জে বিয়েতে কাঁচা মরিচ উপহার!

কিশোরগঞ্জ: জেলার পাকুন্দিয়া উপজেলায় এক বিয়ের অনুষ্ঠানে কাঁচা মরিচ উপহার দিয়েছেন বরের বন্ধুরা। এ নিয়ে এলাকায় তোলপাড় চলছে।

 

রোববার (০২ জুলাই) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী এলাকায় অ্যাডভোকেট মাহমুদুর রহমান আফ্রিদের বিয়ের বৌ-ভাতের অনুষ্ঠানে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, কিশোরগঞ্জ জেলা জুড়ে কাঁচা মরিচের দাম বেড়েছে। রান্নার এ উপকরণটি এলাকাভেদে ৫০০ টাকা থেকে ৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ নিয়ে ক্রেতারা অস্বস্তিতে রয়েছেন। অনেকেই কাঁচা মরিচের দাম বাড়ায় প্রতিবাদ জানাচ্ছেন।  

কিন্তু বিয়ের অনুষ্ঠানে উপহার হিসেবে কাঁচা মরিচ দিয়ে নীরব প্রতিবাদ করেছেন বরের বন্ধুরা। এ অভিনব প্রতিবাদ করায় বরের বন্ধু এস এম রায়হানসহ অন্য বন্ধুরা আলোচনায় ভাসছেন।

এ প্রসঙ্গে এস এম রায়হান জানান, দেশে যে হারে কাঁচা মরিচের দাম বেড়েছে, তাতে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। উপহার হিসেবে কাঁচা মরিচ দেওয়াটা আমার কাছে প্রাসঙ্গিক বলে মনে হয়েছে। এছাড়া কাঁচা মরিচের দাম বাড়ার ঘটনায় এটি একটি মৌন প্রতিবাদও বটে।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, জুলাই ০২, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।