ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

‘ফরিদপুরের চরাঞ্চলের জীবনযাত্রার উন্নয়নে কাজ করছে হামিম গ্রুপ'

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, জুলাই ২, ২০২৩
‘ফরিদপুরের চরাঞ্চলের জীবনযাত্রার উন্নয়নে কাজ করছে হামিম গ্রুপ'

ফরিদপুর: হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, এফবিসিসিআই'র সাবেক সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এ কে আজাদ বলেছেন, ফরিদপুরের পদ্মার অবহেলিত চরাঞ্চলের শিক্ষার ও জীবনযাত্রার মান উন্নয়নে শুরু থেকেই কাজ করে আসছে হা-মীম গ্রুপ।

তিনি বলেন, বাকীগঞ্জ মাদ্রাসাকে আমি নিজের প্রতিষ্ঠান মনে করি।

তাই কোনো উদ্দেশ্যে নয়, ভালোবাসার টানে আমি এখানে ছুটে আসি।  

এসময় তিনি পাঠাগার উন্নয়ন এবং এম এ সমমান শ্রেণির ছাত্রদের জন্য প্রয়োজনীয় বই পর্যায়ক্রমে অনুদান হিসেবে দেওয়ার আশ্বাস দেন।

রোববার (০২ জুলাই) দুপুরে ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নে বাকীগঞ্জ ইসলামিয়া কামিল মাদরাসার লাইব্রেরি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

উদ্বোধন শেষে তিনি মাদরাসাটির শেখ রাসেল আইটি সেন্টার পরিদর্শন করেন এবং মাদরাসা চত্বরে বৃক্ষরোপণ করেন। পরে তিনি স্থানীয় ইসলামপুর তালুকদার বাড়ী জামে মসজিদ উদ্বোধন করেন।

অনুষ্ঠানে মাদরাসাটির অধ্যক্ষ মাহমুদুল হাসান সভাপতিত্ব করেন। সেখানে আরও বক্তব্য দেন প্রফেসর এম এ সামাদ,  প্রফেসর বেলাল হোসেন, বাকীগঞ্জ মাদরাসার অধ্যাপক রেশাদুল হাকিম, শিক্ষক হাসানুর রহমান রিয়াদ, ফরিদপুর শহর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট বদিউজ্জামান বাবুল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুসরাত রাসূল তানিয়া, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ফয়সাল আহমেদ রবিন, ফরিদপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিন আহমেদ সোহান ও শাহজালাল ইসলামী ব্যাংক ফরিদপুর শাখার ব্যবস্থাপক মনিরুল ইসলাম।  

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, জুলাই ০২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।