ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে মাসব্যাপী হস্ত-কুটির শিল্প মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, জুলাই ২, ২০২৩
চাঁদপুরে মাসব্যাপী হস্ত-কুটির শিল্প মেলা শুরু

চাঁদপুর: চাঁদপুর শহরে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলা শুরু হয়েছে।

রোববার (২ জুলাই) বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বশির আহমেদ ও অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) সুদীপ্ত রায়।

এছাড়া ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, ডিআই-১ মনিরুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রোটারিয়ান কাজী শাহাদাত, পৌর প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর অলিউল্লাহ, প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, আমন্ত্রিত অতিথি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

এ প্রথম মাসব্যাপী এ মেলার আয়োজন করছে চাঁদপুর প্রেসক্লাব। মেলায় হস্ত ও কুটির শিল্পের বিভিন্ন পসরা নিয়ে প্রায় ২০টি স্টল অংশ নিয়েছে। এছাড়া শিশুদের বিনোদনের জন্য থাকছে বিভিন্ন ধরনের রাইটস।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জুলাই ০২, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।