ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বিষাক্ত মদ পানে যুবকের মৃত্যু, ৩ জন হাসপাতালে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, জুলাই ২, ২০২৩
বিষাক্ত মদ পানে যুবকের মৃত্যু, ৩ জন হাসপাতালে

গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে বিষাক্ত মদ পানে হানিফ মিয়া (৩৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২ জুলাই) রাতে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজব আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্পিরিট জাতীয় অ্যালকোহল পানে হানিফ মিয়ার মৃত্যু হয়েছে বলে ময়নাতদন্তের প্রতিবেদনে বলা হয়েছে।

হানিফ মিয়া উপজেলার ফজলুপুর ইউনিয়নের দক্ষিণ খাটিয়ামারী গ্রামের মনু মিয়ার ছেলে।

হাসপাতালে চিকিৎসাধীন তিনজন হলেন- উপজেলার ফজলুপুর ইউনিয়নের আব্বাস উদ্দিন (৩২) ও ফুলছড়ি ইউনিয়নের শফিকুল ইসলাম (৩৪) ও সেবার উদ্দীন (৩৫)।

খোঁজ নিয়ে জানা যায়, শনিবার (১ জুলাই) দুপুরে ফুলছড়ি ইউনিয়নের পারুল গ্রামে শ্বশুর বাড়িতে ঈদের দাওয়াত খেতে আসেন হানিফ। সেখানে তার সঙ্গে আত্মীয় শফিকুল ও আব্বাস মিলিত হন।

দুপুরের খাবার শেষে তারা অ্যালকোহল পান করেন। কিছুক্ষণ পরে হানিফ অসুস্থ হয়ে পড়লে তার বাড়িতে খবর দেওয়া হয়। পরে শনিবার দিবাগত রাত ১১টার দিকে নিজ বাড়িতে মারা যান হানিফ।

বাকিরাও অসুস্থ হয়ে পড়লে শফিকুল ইসলামকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আব্বাস উদ্দিন ও সেবার উদ্দিনকে গাইবান্ধা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। তারা এখনও চিকিৎসাধীন রয়েছে।

গাইবান্ধা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. এস.এম তানভীর রহমান বলেন, অ্যালকোহল জাতীয় তরল পদার্থ পানে হানিফের মৃত্যু হয়েছে।

ওসি রজব আলী বলেন, এ বিষয়ে হানিফের বাবা মনু মিয়া একটি ইউডি মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, জুলাই ০২, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।