ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে সরঞ্জাম-অস্ত্রসহ কারিগর গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, জুলাই ৩, ২০২৩
রাজবাড়ীতে সরঞ্জাম-অস্ত্রসহ কারিগর গ্রেপ্তার গ্রেপ্তার অস্ত্র কারিগর সজীব

রাজবাড়ী: রাজবাড়ী জেলার পাংশায় একটি দেশীয় অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জামসহ অস্ত্র বানানোর কারিগর মো. সজিব মণ্ডলকে (২১) গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ।

রোববার (২ জুলাই) রাতে পাংশা থানার এসআই মো. মিজানুর রহমান অভিযান চালিয়ে উপজেলার সরিষা ইউপির জাগীর বাগলী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তার সজীব মণ্ডল ইউনিয়নের জাগীর বাগলী গ্রামের মো. সেলিম মণ্ডলের ছেলে।

অস্ত্র বানানোর কারিগরকে গ্রেপ্তারের বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, সজীব নিজে দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রি করতো। তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, জুলাই ৩, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।