ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ব্রিজের নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়ার অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, জুলাই ৪, ২০২৩
ব্রিজের নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়ার অভিযোগ

ঢাকা: হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নে অবস্থিত নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে ব্রিজ নির্মাণ চলছে। কিন্তু নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ব্রিজটি ভেঙে পড়ার অভিযোগ উঠেছে।

এর পরিপ্রেক্ষিতে সেখানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৪ জুলাই) দুদকের চট্টগ্রাম-২ জেলা কার্যালয় থেকে একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে।

অভিযানে এনফোর্সমেন্ট টিম এলজিইডি উপজেলা প্রকৌশলী ও সংশ্লিষ্ট ঠিকাদারকে সঙ্গে নিয়ে হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নে অবস্থিত ব্রিজটি পরিদর্শন করে ও স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেয়।

এ সময় দুদকের অভিযানকারী দলের সদস্যরা জানতে পারে, বর্ষার পানির স্রোতের কারণে ব্রিজটি দুই ইঞ্চি দেবে গিয়ে স্ল্যাভ তৈরি হয়। পরে প্রকল্প পরিচালক, সুপারিন্টেনডেন্ট ইঞ্জিনিয়ার ও নির্বাহী প্রকৌশলী ব্রিজটি পরিদর্শন শেষে ভবিষ্যৎ ঝুঁকি বিবেচনায় সেটি ভেঙে নতুন করে নির্মাণের জন্য ঠিকাদারকে নির্দেশ দেন।

জানা গেছে, নির্দেশনা পাওয়ার পর ঠিকাদার নির্মাণাধীন ব্রিজটি ভেঙে পুনরায় নির্মাণ প্রক্রিয়া চলমান রেখেছেন।  

এনফোর্সমেন্ট টিম কর্তৃক নির্মাণাধীন কাজ সঠিকভাবে বুঝে নিয়ে ঠিকাদারকে পূর্ণাঙ্গ বিল পরিশোধ করার নির্দেশনা দিয়েছে দুদক।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জুলাই ৪, ২০২৩
এসএমএকে/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।