ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মিরপুর থেকে চুরি যাওয়া বাস উদ্ধার, গ্রেপ্তার ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, জুলাই ৪, ২০২৩
মিরপুর থেকে চুরি যাওয়া বাস উদ্ধার, গ্রেপ্তার ২

ঢাকা: রাজধানীর মিরপুর থেকে চুরি যাওয়া একটি বাস পল্লবী থানা এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন মো. সানজিত (১৯) ও আকাশ (২০)। তাদের মধ্যে একজন হেলপার, অপরজন ড্রাইভার।

মঙ্গলবার (৪ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন মিরপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

তিনি জানান, সোমবার (৩ জুলাই) রাতে মিরপুর ১০ নম্বর থেকে বিহঙ্গ পরিবহনের (ঢাকা মেট্রো ব-১১-৭৭২৩) একটি বাস চুরি হয়। বাস মালিক আবুল বাশার এ ঘটনায় মামলা করেন। পরে বাসটি পল্লবী থানা এলাকা থেকে উদ্ধার হয়।

সেখান থেকে বাস ড্রাইভার সানজিত ও হেলপার আকাশকে গ্রেপ্তার করা হয়।

সানজিতের সঙ্গে কথা বলে পুলিশ জেনেছে, ট্রাফিক পুলিশ মামলা দেওয়ায় সে ও তার হেলপার মিলে বাসটি চুরি করে। প্রতিশোধ নিতে এ কাণ্ড ঘটায় তারা।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জুলাই ৪, ২০২৩
এজেডএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।