ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

দুর্গাপুরে বন্যা দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, জুলাই ৪, ২০২৩
দুর্গাপুরে বন্যা দুর্গতদের মাঝে শুকনো খাবার বিতরণ

নেত্রকোনা: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের পানিবন্দি মানুষের মধ্যে ৩০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করেছে উপজেলা প্রশাসন।  

বন্যা দুর্গত এলাকায় মঙ্গলবার (৪ জুলাই) দুপুরের দিকে এসব শুকনো খাবার বিতরণ করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান।

শুকনো খাবারের মধ্যে ছিল চিড়া-মুড়ি ও চাল।  

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান মো. সবুজ মিয়া প্রমুখ।  

দুর্গাপুর ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান বলেন, গত কয়েকদিনের টানা বর্ষণে উষান থেকে নেমে আসা পানি নিম্নাঞ্চলগুলোতে প্রবেশ করে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গতকাল সোমবার (৩ জুলাই) বন্যাদুর্গত এলাকাগুলো পরিদর্শন করেছি। এমন পরিস্থিতিতে মঙ্গলবার দুপুরে ৩০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, গত কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার গাঁওকান্দিয়া ও কুল্লাগড়া ইউনিয়নের নিচু এলাকার প্রায় ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, জুলাই ০৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।