ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

‘পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় সুইডিশ সরকার আইনি ব্যবস্থা নিয়েছে’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৫ ঘণ্টা, জুলাই ৪, ২০২৩
‘পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় সুইডিশ সরকার আইনি ব্যবস্থা নিয়েছে’

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় বাংলাদেশসহ বিভিন্ন মুসলিম দেশের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে সেদেশের সরকার দায়ী ব্যক্তিকে আটক করে আইনি ব্যবস্থা নিয়েছে।

মঙ্গলবার  (৪ জুলাই) জাতীয় সংসদে উত্থাপিত এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনায় ইতোমধ্যেই ঢাকাস্থ সুইডেন দূতাবাসের চার্জ ডি এফেয়ার্সকে ডেকে এনে সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং সেইসঙ্গে আমরা ওই দায়ী ব্যক্তিকে যেন শাস্তি দেওয়া হয় সেই দাবিও জানিয়েছি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সুইডেনে নিযুক্ত আমাদের রাষ্ট্রদূত ইতোমধ্যে জানিয়েছেন যে, সুইডেন সরকার এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে এবং দায়ী ব্যক্তিকে আটক করেছে। তারা জানিয়েছেন, ওই ব্যক্তি আগে জানিয়েছিল সে শুধু তার বক্তব্য প্রকাশ করবে, কিন্তু সে যে কোরআন পোড়াবে এটা বলেনি। তাই বিদ্বেষ ছড়ানোর কারণে তাকে আটক করা হয়েছে। কারণ তাদের দেশের আইনে কেউ বিদ্বেষ ছড়াতে পারে না। ’

ড. মোমেন আরও বলেন, ‘আমাদের মতো আরও অনেক মুসলিম দেশও এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে। সুইডেনের সরকারের পদক্ষেপ গ্রহণের কারণে আমরা সন্তুষ্ট। ’

বাংলাদেশ সময়: ২২৪১ ঘণ্টা, জুলাই ৪, ২০২৩
টিআর/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।