ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, জুলাই ৬, ২০২৩
হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর শহরের সিটি হসপিটালে অপারেশনের সাড়ে ৬ ঘণ্টা পর মো. আবু ছায়েদ (৫৫) নামে এক রোগীর মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (৬ জুলাই) ভোর ৫টার দিকে মারা যান তিনি।

পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় তার মৃত্যু হয়েছে।  

আবু ছায়েদ লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের বিজয়নগর গ্রামের বাসিন্দা।  

নিহতের ছেলে দেলোয়ার হোসেন নিশান জানান, তার বাবার ডান পায়ে একটি ফোড়া হয়, সেটি অপারেশনের জন্য গত ২ জুলাই শহরের সিটি হসপিটালে তাকে ভর্তি করা হয়। বুধবার (৫ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে ওই হাসপাতালের মালিক ডা. রাকিবুল আহছান অপারেশন করেন। অপারেশন থিয়েটারে নেওয়ার আগে শারীরিক পরীক্ষা করানো হয়। সবকিছু ঠিকঠাক থাকায় তার বাবার অপারেশন করানো হয়। ভোর রাতের দিকে তার বাবা বমি করেন, তখন হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক বা নার্সদের ডেকেও কাছে পাওয়া যায়নি। কিছুক্ষণের মধ্যে তার বাবার মৃত্যু হয়। মৃত্যুর পর চিকিৎসক এসে দেখে যায়।

দেলোয়ার অভিযোগ করেন, অপারেশন করানোর আগে চিকিৎসক বলেছেন অপারেশনের পর পায়ের ব্যথা বাড়বে বা কমবে। কিন্তু তিনি মৃত্যুর ঝুঁকির কথা বলেননি। সঠিক সময়ে চিকিৎসক বা নার্স এসে চিকিৎসা দিলে হয়ত আমার বাবা মারা যেতেন না। তাদের অবহেলায় আমার বাবার মৃত্যু হয়েছে।  

এ বিষয়ে বৃহস্পতিবার (৬ জুলাই) সকালে সিটি হসপিটালে গিয়ে ডা. রাকিবুল আহছানকে পাওয়া যায়নি। তবে ওই হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ইলিয়াস মাহমুদ বলেন, চিকিৎসাজনিত কোনো ত্রুটি বা অবহেলায় রোগীর মৃত্যু হয়নি। রোগীকে সঠিকভাবে অপারেশন এবং চিকিৎসা দেওয়া হয়েছে।  

তিনি বলেন, যেকোনো ব্যক্তির হঠাৎ হার্ট অ্যাটাক হতে পারে। এ রোগীর ক্ষেত্রে হয়ত তেমনটি হয়েছে।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. আহম্মদ কবীর বলেন, হাসপাতালে রোগীর মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে শুনেছি। এ বিষয়ে রোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, জুলাই ০৬, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।