ঢাকা, মঙ্গলবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নারীসহ নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, জুলাই ৬, ২০২৩
বগুড়ায় অটোরিকশায় ট্রাকের ধাক্কা, নারীসহ নিহত ২

বগুড়া: বগুড়ার সদর উপজেলায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত একটি অটোরিকশার ধাক্কায় এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার (৬ জুলাই) সকালের দিকে উপজেলার গাবতলী-বগুড়া আঞ্চলিক সড়কের ছাতিয়ানতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দু’জনের মধ্যে একজনের পরিচয় মিলেছে। তিনি হলেন বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার বয়রাগান্ধী গ্রামের সাগর মিয়ার স্ত্রী রাবিয়া বেগম (২৬)। অপরজনের নামপরিচয় এখনও জানা যায়নি। তবে বয়স আনুমানিক ৬০ বছর। মরদেহ দু’টি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।  

দুর্ঘটনায় আহতরা হলেন- অটোরিকশাচালক বগুড়ার গাবতলী উপজেলার বাদশা মিয়া (৫০) ও অটোরিকশা যাত্রী পলাশ মাহামুদ (২৩)। পলাশ সেনা সদস্য বলে জানা গেছে।  

স্থানীয় সূত্র জানায়, ভোর ৫টার দিকে বগুড়া শহর থেকে অটোরিকশাটি সারিয়াকান্দিতে যাচ্ছিল। পথে ছাতিয়ানতলায় একটি ট্রাকের সঙ্গে ধাক্কায় ঘটনাস্থলেই ওই দু’জনের মৃত্যু হয়। আর আহতাবস্থায় অটোচালক ও আরেক যাত্রীকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।  

বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহীনুজ্জামান জানান, অটোরিকশাটি জব্দ করে স্থানীয় নারুলি ফাঁড়িতে রাখা আছে। তবে পালিয়ে যাওয়ায় ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয়নি।  

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুলাই ০৬, ২০২৩
কেইউএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।