কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শিবিরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. এবাদুল্লাহ নামে এক রোহিঙ্গা নেতা খুন হয়েছেন।
বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উখিয়ার কুতুপালংস্থ ১ পশ্চিম নম্বর ক্যাম্পের এ/৯ ব্লকে এ ঘটনা ঘটে।
নিহত রোহিঙ্গা নেতা এবাদুল্লাহ ওই ব্লকের উপ-প্রধান বা সাব মাঝি ছিলেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. আলী জানান, দুর্বৃত্তরা রোহিঙ্গা নেতা এবাদুল্লাহকে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে প্রাথমিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে বলেও জানান তিনি।
এদিন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রধান কৌঁসুলি করিম আসাদ আহমাদ খানের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল কুতুপালংস্থ ১ পশ্চিম নম্বর ক্যাম্পের এ/১ ব্লকে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় শিবিরে রোহিঙ্গা নেতা এবাদুল্লাহকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা।
বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, জুলাই ০৬, ২০২৩
এসবি/আরবি