ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে তিন নারী কারবারিসহ গ্রেপ্তার ৪, মাদক জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, জুলাই ৬, ২০২৩
ময়মনসিংহে তিন নারী কারবারিসহ গ্রেপ্তার ৪, মাদক জব্দ

ময়মনসিংহ: জেলায় তিন নারী মাদক কারবারিসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬০ গ্রাম হেরোইন এবং ৬০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

বৃহস্পতিবার (০৬ জুলাই) বিকেলে গ্রেপ্তারদের পৃথক পৃথক আইনে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এরআগে, বুধবার (০৫ জুলাই) কোতয়ালি থানার কৃষ্টপুর এবং রহমতপুর এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তাররা হলেন ময়মনসিংহ নগরীর কৃষ্টপুর এলাকার বাসিন্দা মোছা. রুনো বেগম (৫৮), টাঙ্গাইলের আব্দুল কুদ্দুছ ওরফে নাজিম (৬০), ময়মনসিংহ সদর উপজেলার রহমতপুর এলাকার বাসিন্দা রাহেলা বেগম (৫৫) ও রোকসানা খাতুন (৩২)।

তারা সবাই চিহ্নিত মাদক কারবারি বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম।  

তিনি জানান, গোপন সংবাদে অভিযান মাদক কারবারিদের গ্রেপ্তার করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জুলাই ০৬, ২০২৩
আরএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।