ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে বাসচাপায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, জুলাই ৭, ২০২৩
গোবিন্দগঞ্জে বাসচাপায় যুবক নিহত

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোমরপুর এলাকায় বাসচাপায় বেলাল হোসেন (২০) নামে এক যুবক নিহত হয়েছেন।  

শুক্রবার (৭ জুলাই) সকাল পৌনে ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বেলাল জেলার পলাশবাড়ী উপজেলার মির্জাপুর গ্রামের ভোলা মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে যাত্রী নিয়ে একটি পিকআপভ্যান রংপুরের দিকে যাচ্ছিল। পথে গোবিন্দগঞ্জের কোমরপুর এলাকায় পিকআপভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয় এলে যাত্রীবাহী একটি বাস। এতে পিকআপভ্যানের যাত্রী বেলাল মহাসড়কে ছিটকে পড়েন। এ সময় ধাক্কা দেওয়া বাসটির চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

ঘাতক বাসটি পালিয়ে গেলেও বিক্ষুব্ধ জনতা একই কোম্পানির বাস মনে করে রংপুরমুখী হানিফ পরিবহনের একটি বাস আটকে রেখে পুলিশে সোপর্দ করে।  

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জুলাই ০৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।