ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

মৌমাছির কামড়ে প্রাণ গেল শিশুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, জুলাই ৮, ২০২৩
মৌমাছির কামড়ে প্রাণ গেল শিশুর সংগৃহীত ছবি

ফেনী: ফেনীর পরশুরামে মৌমাছির কামড়ে মারিয়া আক্তার (২) নামের এক শিশু মারা গেছে।  

শুক্রবার (৭ জুলাই) উপজেলার পৌর এলাকায় বাউর খুমা আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটেছে।

 

মারিয়া আক্তার সৌদি প্রবাসী আলমগীর হোসেনের মেয়ে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, আলমগীর হোসেনের স্ত্রী মরিয়ম আক্তার শিশু কন্যাকে নিয়ে রাতের খাবার শেষে ঘরে মা-মেয়ে ঘুমিয়ে পড়েন গভীর রাতে মৌমাছি মারিয়ার শরীরে বিভিন্ন স্থানে হুল ফুটায়। মুখে, হাত ও পায়ের বিভিন্ন স্থানে মৌমাছির একাধিক হুলের দাগ দেখা গেছে। শুক্রবার সকালে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিলে বাড়িতেই মারা যায় সে।

পরশুরাম পৌরসভার কাউন্সিলর খোরশেদ আলম জানান, প্রবাসী আলমগীরের মেয়ে মৌমাছির কামড়ে মারা গেছে। ঘটনার পর পরই তিনি ওই বাড়িতে ছুটে যান। শুক্রবার বিকেলে তার মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জুলাই ০৮, ২০২৩
এসএইচডি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।