ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মিরপুরে গুলিতে আহত ভাই, ধারালো অস্ত্রের আঘাতে আহত বোন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৪, সেপ্টেম্বর ১৪, ২০২৫
মিরপুরে গুলিতে আহত ভাই, ধারালো অস্ত্রের আঘাতে আহত বোন প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরের কালশীতে দুর্বৃত্তের গুলিতে সুমন মিজি (৩২) নামে এক তরুণ আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তার বড় বোন লাভলী বেগমও (৪৫) ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন।

রোববার (১৪ সেপ্টেম্বর) ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ। এর আগে শনিবার দিবাগত রাতে গুলির এ ঘটনা ঘটে।

সুমনের স্ত্রী মাহিমা আক্তার জানান, তাদের বাসা মিরপুর কালশীর ১১ নম্বর রোডে। তার স্বামী এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়িতে সিসি ক্যামেরা লাগানোর কাজ করেন।
 
তিনি অভিযোগ করেন, শনিবার রাতে কালশীর আদর্শনগর এলাকায় ২২তলা ভবনের পেছনে স্থানীয় সন্ত্রাসী ডাশা শরিফ, মাল্লা কবির, মশু মিয়াসহ ১৫-১৬ জন মিলে তার স্বামীকে মারধর করেন। একপর্যায়ে তারা সুমনের পেটের বাম পাশে গুলি করেন। এ সময় তার বোন লাভলি বেগম ধারালো অস্ত্রের আঘাতে আহত হন।

মাহিমার অভিযোগ, মাল্লা কবির ইয়াবা ব্যবসায়ী ও সন্ত্রাসী। কিছুদিন আগে সেনাবাহিনী তাদের আস্তানায় অভিযান দিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও টাকা উদ্ধার করে। লাভলীর ছেলে ও ছোটভাই সুমন সেনাবাহিনীকে তথ্য দিয়েছেন বলে সন্দেহ ছিল তাদের। সেই ঘটনার পর থেকে তাদের মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল।

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, আহত সুমনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। আর লাভলী চিকিৎসা শেষে বাসায় ফিরেছে। ঘটনাটি পল্লবী থানা পুলিশ তদন্ত করছে।

এজেডএস/এনডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।