ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা ক্যাম্পে ৫ খুন: আটক ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, জুলাই ৮, ২০২৩
রোহিঙ্গা ক্যাম্পে ৫ খুন: আটক ৬

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে পাঁচজন খুনের ঘটনায় জড়িত সন্দেহে ছয় রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তাদের কাছ থেকে ওয়ান শুটার গান ও গুলি উদ্ধার করা হয়।

 

শনিবার (৮ জুলাই) বিকেল বিষয়টি নিশ্চিত করে এপিবিএন। এর আগে শুক্রবার (৭ জুলাই) রাতে ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প/ওয়েস্টে অভিযান চালানো তাদের আটক হয়। আটকরা ওই ক্যাম্পের বাসিন্দা। তাদের নাম জানা যায়নি।

৮ এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, ১৪ ও ৮ এপিবিএনের যৌথ অভিযানে ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প/ওয়েস্টে যৌথ অভিযান চালিয়ে ছয়জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার ভোর ৬টার দিকে বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-৮ ইস্ট, ব্লক-বি ১৭-১৮ সংলগ্ন এলাকায় দুষ্কৃতকারীদের দুই পক্ষের গোলাগুলির ঘটনায় ঘটনাস্থলে তিনজন ও পরে হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, পাঁচজন খুনের ঘটনায় এখনও ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ জমা দেওয়া হয়নি। সে কারণে এখনও মামলা রেকর্ড করা হয়নি।

মরদেহগুলো দাফনের পর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে মামলা রেকর্ড করা হবে জানিয়ে তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, জুলাই ০৮, ২০২৩
এসবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।