ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

জাতীয়

এডিসের প্রজননস্থল ধ্বংসে চিরুনি অভিযান শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৬ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩
এডিসের প্রজননস্থল ধ্বংসে চিরুনি অভিযান শুরু ছবি: বাংলানিউজ

ঢাকা: এডিস মশার প্রজননস্থল ধ্বংসে তিনদিনের বিশেষ চিরুনি অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

রোববার (০৯ জুলাই) থেকে ডিএসসিসির আওতাধীন বাসাবো মায়াকানন এলাকায় এ অভিযান শুরু করা হয়।

তবে এদিন কোথাও এডিস মশার লার্ভা পাওয়া না যাওয়ায় কাউকে জরিমানা করা হয়নি।

ডিএসসিসির চার নম্বর ওয়ার্ডের বাসাবো এলাকায় এ অভিযানের নেতৃত্ব দেন ডিএসসিসির ডা. সাদাত। এ সময় তার সঙ্গে ডিএসসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুয়ে মেন জো এবং স্থানীয় কাউন্সিলর জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিএসসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সুয়ে মেন জো বলেন, ডিএসসিসির কিছু ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ ওয়ার্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই মোতাবেক এডিস মশার উৎস নির্মূলের লক্ষ্যে ৪ থেকে ৬ জুলাই চিরুনি অভিযান পরিচালনা করা হয়। তার ফল ভালো হওয়ায় মেয়রের নির্দেশে ২য় দফায় এই অভিযান পরিচালনা করা হচ্ছে।

কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন জানান, কর্মসূচিতে প্রতিদিন সকালে ১৩ জন এবং বিকেলে ১৩ জন মশক নিধন কর্মী ব্যাপকভাবে লার্ভিসাইডিং ও অ্যাডাল্টিসাইডিং কার্যক্রম পরিচালনা করবেন। সেইসঙ্গে এডিস মশার উৎসগুলো নির্মূলে বিশেষ কার্যক্রমও পরিচালনা করা হবে। এ বিষয়ে জনগণকে আরও সচেতন করে তুলতে মাইকিং করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

জানা গেছে, ডিএসসিসির ২, ৩, ৪, ৬, ৯, ১১, ১২, ১৩, ১৫, ১৯, ২২, ২৩, ২৬, ৩০, ৩৪, ৩৬, ৪১, ৪৪, ৪৫, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৪, ৫৫ ও ৫৬ নম্বর ওয়ার্ডে এ বিশেষ মশক নিধন অভিযান চালানো হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, জুলাই ০৯, ২০২৩
এইচএমএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।