ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

গৌরীপুর উপজেলা শ্রমিকদলের ৫১ সদস্যের নতুন কমিটি গঠিত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
গৌরীপুর উপজেলা শ্রমিকদলের ৫১ সদস্যের নতুন কমিটি গঠিত 

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শ্রমিকদলের ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. শহীদুল্লাহ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. বিল্লাল হোসেন।

 

রোববার (৯ জুলাই) রাত ৮টায় জেলা শ্রমিকদলের সভাপতি আবু সাঈদ ও সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহন যৌথ স্বাক্ষরে এই কমিটির অনুমোদন করেন।  

এর আগে গত ২ জুলাই গৌরীপুর উপজেলা ও পৌর শ্রমিকদলের কর্মী সম্মেলন করে বিএনপির সহযোগী এ সংগঠনটি।  

কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি আব্দুল হালিম, মো. দুলাল, আব্দুর রাজ্জাক, সাইদুল ইসলাম, রতন মিয়া, দুলাল মিয়া, মুনতাজ উদ্দিন, সোহেল মিয়া, স্বপন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নুরু, আব্দুস সাত্তার, রতন মিয়া, সওয়াব মিয়া, সাইফুল ইসলাম সুমন, সহ-সাধারণ সম্পাদক আকবর আলী, আব্দুল হাই, জুয়েল মিয়া, জজ মিয়া, সাংগঠনিক সম্পাদক হলুদ মিয়া, কামরুজ্জামান স্বপন, কাউয়ূম খান, দপ্তর সম্পাদক রেজাউল করিম রুমেল, অর্থ সম্পাদক ইবরাহিম মুন্সি, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবুল মিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক আকাশ মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক মাজেদা বেগম, যুব সম্পাদক আলী আকবর, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম মিয়া, সহ-অর্থ সম্পাদক বিল্লাল হোসেন।

নির্বাহী সদস্যরা হলেন- মোস্তফা তালুকদার, লাল মিয়া মড়ল, মো. হেলিম, আব্দুল আজিজ, আব্দুর রশিদ, মো. মোজাম্মেল, রায়হান মিয়া, কামাল মিয়া, সোলাইমান, আমিনুল, আব্দুর রউফ মিয়া, শহীদুল্লাহ, রাসেল, মেজবাহ উদ্দিন, নূরুল হক নুরু, আব্দুল হামিদ, আতিকুল ইসলাম, আতিকুল, কামাল ও সোলায়মান।  

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।