ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আগামী নির্বাচন কেমন হবে জানতে চায় ইইউ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
আগামী নির্বাচন কেমন হবে জানতে চায় ইইউ

ঢাকা: আগামী দ্বাদশ সংসদ নির্বাচন কেমন হবে সেটি জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল। একই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনে সব রাজনৈতিক দল অংশ নেবে বলেও আশা রাখেন তারা।

মঙ্গলবার (১১ জুলাই) রাজধানীর গুলশানে ইলেকশন মনিটরিং ফোরামের (ইএমএফ) সঙ্গে এক বৈঠকে সফররত ইইউ নির্বাচনী অনুসন্ধানী দল এ কথা জানায়।

বৈঠক শেষে ইএমএফ’র চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী সাংবাদিকদের ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান।

তিনি বলেন, ইইউ প্রতিনিধিরা সংবিধানে নেই এমন কোনো কথা বলেননি। তত্ত্বাবধায়ক বিষয়েও কোনো কিছু জানতে চাননি। এ বিষয়ে তারা কোনো আগ্রহ দেখাননি।

প্রতিনিধি দলের সদস্যরা গত নির্বাচন নিয়ে কথা বলেছেন। আগামী নির্বাচন কেমন হবে সেটি জানতে চেয়েছেন। সম্প্রতি পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের যে পরিস্থিতি আমরা দেখেছি সেটি তাদের সামনে তুলে ধরেছি।

আবেদ আলী বলেন, নির্বাচন কমিশনের সক্ষমতা, সরকারের যে সহযোগিতা সেটি তাদের সামনে আমরা তুলে ধরেছি। তারা আমাদের কথা নোট করেছেন। আগামী নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল আসবে বলে জানিয়েছেন। পাশাপাশি তারা প্রত্যাশা করেন বাংলাদেশের সবকয়টি রাজনৈতিক দল আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে।

প্রতিনিধি দলটি শুধু ২০১৮ নয়, ১৯৯৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত সবগুলো নির্বাচন নিয়ে কথা বলেছেন। আমরা উনাদের সামনে সবগুলো নির্বাচনের চিত্র তুলে ধরেছি। তারা এ বিষয়ে আগে থেকেই অবগত। দলে একজন প্রতিনিধি আছেন, যিনি এর আগে নির্বাচন পর্যবেক্ষণ করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
টিআর/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।