ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

উখিয়ায় বৌদ্ধ সম্প্রদায়ের নির্মাণাধীন মার্কেট ভাঙার অভিযোগ, মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৭ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
উখিয়ায় বৌদ্ধ সম্প্রদায়ের নির্মাণাধীন মার্কেট ভাঙার অভিযোগ, মামলা

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার কোর্টবাজার স্টেশনে বৌদ্ধ সম্প্রদায়ের নির্মাণাধীন টিনশেড মার্কেট প্রকাশ্যে ভেঙে ফেলার ঘটনায় ৩৩ জনের নামে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১১ জুলাই) বিকেলে উখিয়া থানায় জমির মালিকের ছেলে বোধিরত্ন বড়ুয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে জানান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

ওসি বলেন, গত সোমবার কোর্টবাজার স্টেশনে প্রকাশ্যে নির্মাণাধীন মার্কেটটি ভেঙে দেওয়া হয়। এ ঘটনায় ৮ জনকে এজাহারভুক্ত ও ২৫ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে মামলা রেকর্ড করা হয়েছে। মামলাটির তদন্ত চলছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলায় প্রধান আসামি কোর্টবাজার দোকান মালিক সমিতির সভাপতি খোরশেদ আলম বাবুল। মামলার অন্য আসামিরা হলেন- আবদুর রহমান, মো. হাশেম, নওশাদ, জসিম উদ্দিন, কবির আহমদ, জসিম উদ্দিন ও নুর আলম বাঘা।

মামলার বাদীর অভিযোগ, শত বছরের মালিকানাধীন জমির কিছু অংশে তাদের মার্কেট ছিল। অবশিষ্ট অংশে নতুন করে আটটি দোকানের নির্মাণকাজ শুরু করেন তারা। মার্কেটটির কাজের ৮৫ শতাংশ শেষও হয়েছে। কিন্তু দোকান মালিক সমিতির সভাপতি খোরশেদ আলম বাবুল মার্কেটটিতে দুটি দোকান অথবা নগদ তিন লাখ টাকা চাঁদা দাবি করেন। এ নিয়ে উখিয়া থানায় উভয়পক্ষের মধ্যে বৈঠকও করেছে। কিন্তু সোমবার বিকেলে ২ শতাধিক লোক নিয়ে নির্মাণাধীন মার্কেটটি ভেঙে দেয় দোকান মালিক সমিতির নেতারা।

এ ব্যাপারে দোকান মালিক সমিতির সভাপতি খোরশেদ আলম বাবুল মার্কেটটি ভেঙে দেওয়ার কথা স্বীকার করেন।

তিনি বলেন, পার্কিংয়ের স্থানে টিনশেড মার্কেট তৈরি করা হচ্ছে। এতে মার্কেটের সৌন্দর্য্যহানি হচ্ছে। পাশাপাশি পার্কিংয়ের জায়গা কমে যাওয়ায় ব্যবসায়ীরা এটি ভেঙে দিয়েছে।

বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, জুলাই ১১, ২০২৩
এসবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।