অসম কমিটি প্রত্যাখ্যান করে আগামী বুধবার (১৭ সেপ্টেম্বর) সারাদেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট নিজ নিজ জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে বিক্ষোভ, প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের সভাপতি মো. মাশফিক ইসলাম।
তিনি বলেন, প্রায় দেড়শ বছরের গৌরবময় ইতিহাস নিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশের বিভিন্ন সেক্টরে সুনামের সঙ্গে কাজ করে আসছে। অথচ সম্প্রতি ‘প্রকৌশল অধিকার আন্দোলন’ কর্তৃক উত্থাপিত তিন দফা দাবি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য চরম ক্ষতিকর। এ দাবির উদ্দেশ্য আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করা ও রাষ্ট্রের সংস্কার কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কাগজে-কলমে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে পদোন্নতির সুযোগ ৩৩ শতাংশ হলেও বাস্তবে তা ১৫–১৭ শতাংশের বেশি নয়। ফলে চাকরি জীবনের শেষ পর্যায়েও অনেকে সহকারী প্রকৌশলী পদে উন্নীত হতে পারেন না।
মাশফিক ইসলাম অভিযোগ করেন, প্রকৌশল অধিকার আন্দোলন নিয়মিত মিথ্যাচার করছে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বৈধ পরিচয় ব্যবহারে বাধা দিচ্ছে, যা গেজেট বহির্ভূত ও দেশের আইনের পরিপন্থী।
তিনি আরও জানান, গত ২৭ আগস্ট সরকার একটি ৮ সদস্যবিশিষ্ট কমিটি এবং ১৪ সদস্যবিশিষ্ট ওয়ার্কিং কমিটি গঠন করে। সেখানে বিএসসি প্রকৌশলীদের প্রতিনিধি সংখ্যা বেশি রাখা হয়েছে, অথচ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতিনিধি কম। ৭ সেপ্টেম্বরের বৈঠকেও সমান প্রতিনিধিত্ব থাকার কথা থাকলেও বিএসসি প্রকৌশলীদের পক্ষ থেকে ৮ জন অংশ নেন, যাদের বেশিরভাগই অছাত্র। এমনকি ১৫ সেপ্টেম্বর প্রকাশিত সিডিউলেও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের তুলনায় বিএসসি প্রকৌশলীদের সংখ্যা অনেক বেশি রাখা হয়েছে।
তিনি অভিযোগ করেন, পুরো কমিটি গঠনের উদ্দেশ্য ছিল কেবল বিএসসি প্রকৌশলীদের তিন দফা দাবি বাস্তবায়ন করা। সেই দাবির এক বিন্দুও বাস্তবায়নের চেষ্টা করা হলে ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তা মেনে নেবে না।
কারিগরি ছাত্র আন্দোলনের সভাপতি বলেন, তাদের উত্থাপিত ছয় দফা দাবি দ্রুত বাস্তবায়ন জরুরি। এর মধ্যে রয়েছে-ক্রাফট ইনস্ট্রাক্টরদের ট্রেড বিন্যাস ও নাম পরিবর্তন করে নিয়োগ বিধি প্রকাশ, কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন এবং সেক্টরের অভ্যন্তরীণ সমস্যার সমাধান। এসব বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
এমএমআই/আরবি