ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

শত্রুতার জেরে ভাঙ্গায় কৃষককে কুপিয়ে জখম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৩
শত্রুতার জেরে ভাঙ্গায় কৃষককে কুপিয়ে জখম

ফরিদপুর: জেলার ভাঙ্গা উপজেলায় জালাল মোল্লা (৪০) নামে এক কৃষককে দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে প্রতিপক্ষ।

শুক্রবার (১৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার আলগী ইউনিয়নের চরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত কৃষক ওই গ্রামের সাজ্জাদ মোল্লার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, শুক্রবার ভোরে পুকুরে মাছ ধরতে যায় জালাল। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন জালাল মোল্লাকে দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  

জালাল মোল্লার পরিবারের দাবি, পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় আতিয়ার রহমান বুলু মোল্লা ও তার ছেলেরা দেশিয় অস্ত্র দিয়ে জালালকে কুপিয়ে মারাত্মকভাবে জখম করেছে।

তবে, আতিয়ার রহমান বুলু মোল্লা বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, কে বা কারা জালালকে কুপিয়েছে তা তার জানা নেই।  

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।