ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

ডেঙ্গু নিয়ন্ত্রণে ‘ব্যর্থ’ স্বাস্থ্যমন্ত্রী-দুই মেয়রের পদত্যাগ চায় সিপিবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৩
ডেঙ্গু নিয়ন্ত্রণে ‘ব্যর্থ’ স্বাস্থ্যমন্ত্রী-দুই মেয়রের পদত্যাগ চায় সিপিবি

ঢাকা: স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও দুই সিটি মেয়র ফজলে নূর তাপস এবং আতিকুল ইসলাম ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ দাবি করে তাদের পদত্যাগ চেয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) পল্টন শাখা।

শুক্রবার (১৪ জুলাই) বিকেলে পুরানা পল্টন মোড়ে ডেঙ্গু প্রতিরোধে সরকার ও সিটি কর্পোরেশনের সীমাহীন ব্যর্থতার প্রতিবাদে আয়োজিত সমাবেশ থেকে এ দাবি করা হয়।

সমাবেশে বলা হয়, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, ঢাকা দক্ষিণ সিটি মেয়র ফজলে নূর তাপস ও উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তাই তাদের পদত্যাগ করা উচিত। ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের থাকতে হবে (৫-১০) মেয়াদী মহাপরিকল্পনা। এই পরিকল্পনা অনুযায়ী ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রম বছরব্যাপী চলমান থাকতে হবে বলেও তারা দাবি তোলেন।

বর্তমান অবস্থায় ডেঙ্গু পরিস্থিতি জাতীয় দুর্যোগ ঘোষণা দিতে সারা দেশে সমন্বিত উদ্যোগ গ্রহণ করে এডিস মশা নিয়ন্ত্রণ এবং আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবিও করেন তারা।

সিপিবি নেতারা বলেন, ডেঙ্গু রোগী নিয়ন্ত্রণে ২০২১-২২ অর্থবছরে ঢাকার দুই সিটি কর্পোরেশনের ১০২ কোটি টাকা এবং ২০২২-২৩ অর্থবছরে ৬৫ কোটি টাকা বরাদ্দ করলেও তার কোনো প্রভাব ডেঙ্গুর ওপর পড়েনি। সিটি করপোরেশন যেভাবে জরিমানা করছে তা উদোর পিণ্ড বুধোর ঘাড়ে দেওয়ার প্রচেষ্টা। সরকার ও সিটি কর্পোরেশন তাহলে কী করছে? তারা কী ডেঙ্গু নিয়ন্ত্রণ করছে, নাকি ডেঙ্গু বিস্তারে কাজ করছে?

সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবি পল্টন শাখার সম্পাদক মুর্শিকুল ইসলাম শিমুল। বক্তব্য দেন সিপিবি ঢাকা দক্ষিণ কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য শ্রমিক নেতা সেকেন্দার হায়াৎ, পল্টন থানার সাধারণ সম্পাদক ত্রিদিব সাহা, শাখা সদস্য যুবনেতা রফিজুল ইসলাম, শাখার নেতা উত্তর ভৌমিক, হকারনেতা মো. রাকিব প্রমুখ। পরে তারা একটি মিছিল নিয়ে রাজধানীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দৈনিক বাংলায় গিয়ে শেষ করেন।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৩
আরকেআর/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।