ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

লাকসামে বিএনপির গাড়ি বহরে হামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৩
লাকসামে বিএনপির গাড়ি বহরে হামলা হামলায় ক্ষতিগ্রস্ত প্রাইভেট কার

কুমিল্লা: কুমিল্লার লাকসামে বিএনপি নেতাকর্মীদের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৪ জুলাই) দুপুরে লাকসাম বাইপাস ও জংশন এলাকায় এ ঘটনা ঘটে।

এতে ১০টি গাড়ি ভাঙচুর করা হয়। আহত হন অন্তত ২০ জন নেতাকর্মী। আহতদের অধিকাংশ কুমিল্লা উত্তর জেলা বিএনপির নেতাকর্মী। হামলার সময় বাইপাস এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কুমিল্লা তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক ওসমান গনি ভুইয়া বলেন, আমরা নোয়াখালীতে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে যাত্রা করি। লাকসাম বাইপাস অতিক্রম করার সময় জয় বাংলা স্লোগান দিয়ে দুবৃর্ত্তরা আমাদের গাড়ি বহরে হামলা করে। এ সময় রাম দা দিয়ে কুপিয়ে ১০-১৫টি গাড়ি ভাঙচুর করা হয়। আহত হন ২০-৩০জন নেতাকর্মী।  

এতে মুরাদনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা মুজিবুল হক, কৃষকদলের মো. নায়েব আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট নাছির আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফারুক আহমেদ বাদশা, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বশিরুল ইসলাম মোল্লা, কুমিল্লা উত্তর জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দিন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন, কবির হোসেন, নবীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন ও সালাউদ্দিন আহমেদ আহত হন।

তিনি আরও বলেন, ১২টার পর নোয়াখালীর উদ্দেশে যাওয়া সবার গাড়িতে হামলা হয়েছে। কয়েক ঘণ্টা বাইপাসে দাঁড়িয়ে হামলা চালালেও প্রশাসন কোনো ভূমিকা নেয়নি।

লাকসাম থানার ওসি আবদুল্লাহ আল মাহফুজ বলেন, লাকসাম বাইপাস বা জংশন এলাকায় হামলার কোনো ঘটনা শুনিনি। কেউ আমাদের কাছে অভিযোগও করেনি।

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।