ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চকরিয়ায় বিক্রয় প্রতিনিধিকে গলা কেটে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
চকরিয়ায় বিক্রয় প্রতিনিধিকে গলা কেটে হত্যা প্রতীকী ছবি

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় হাসপাতাল এলাকা থেকে ওষুধ কোম্পানির এক বিক্রয় প্রতিনিধির (এসআর) গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৫ জুলাই) রাত ১১টার দিকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানার ভেতরের মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল জব্বার বিষয়টি নিশ্চিত করেন।

নিহত মো. এরশাদুল্লাহ (৩২) চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বাসিন্দা। তিনি বেসরকারি ওষুধ কোম্পানি ‘হেলথ কেয়ার’ এর চকরিয়া উপজেলার বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

তবে কারা, কি কারণের এ খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ তা এখনো নিশ্চিত নয় বলে জানান পরিদর্শক (তদন্ত)।

স্থানীয়দের বরাতে আব্দুল জব্বার বলেন, রাতে ব্যবসায়িক কাজে মো. এরশাদুল্লাহ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করছিলেন। একপর্যায়ে তিন/চারজন অজ্ঞাতপরিচয় লোক তাকে জোর করে ধরে নিয়ে হাসপাতালের নির্জন মাঠের দিকে যায়। পরে তাকে গলায় উপর্যুপরি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে বলে জানায় পুলিশ।

বাংলাদেশ সময়: ১০১৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
এসবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।