ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

দুই সপ্তাহে রাজধানীতে ছিনতাই মামলায় গ্রেপ্তার ৬৭৯ জন 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
দুই সপ্তাহে রাজধানীতে ছিনতাই মামলায় গ্রেপ্তার ৬৭৯ জন 

ঢাকা: রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত দুই সপ্তাহে (১৪ দিনে) ছিনতাই মামলায় ৬৭৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  

গ্রেপ্তার আসামিদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মোট ৩০৮টি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১৬ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ছিনতাইকারীদের বিরুদ্ধে চলা বিশেষ অভিযানে গত দুই সপ্তাহে (১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত) ৬৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ডিএমপির রমনা বিভাগ ৫০ জনকে, লালবাগ বিভাগ ৮৬ জনকে, মতিঝিল বিভাগ ৬৩ জনকে, ওয়ারী বিভাগ ৩০ জনকে, তেজগাঁও বিভাগ ২৪৪ জনকে, মিরপুর বিভাগ ১০৪ জনকে, গুলশান বিভাগ ৩৩ জনকে ও উত্তরা ৬৯ জনকে গ্রেপ্তার করেছে।

তিনি আরএ জানান, এছাড়া ৩০৮টি মামলার মধ্যে রমনা বিভাগের সংশ্লিষ্ট থানায় হয়েছে ২৫, লালবাগ বিভাগে ৫৫, মতিঝিল বিভাগে ২৬, ওয়ারী বিভাগে ১৫, তেজগাঁও বিভাগে ১০৪, মিরপুর বিভাগে ৫০, গুলশান ১৭ ও উত্তরা বিভাগের সংশ্লিষ্ট থানায় ১৬টি মামলা দায়ের করা হয়েছে।

রাজধানীতে নাগরিকদের সুরক্ষায় ছিনতাইকারীদের বিরুদ্ধে ডিএমপির অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
এসজেএ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।