ঢাকা, রবিবার, ৩ কার্তিক ১৪৩২, ১৯ অক্টোবর ২০২৫, ২৬ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

হাজীগঞ্জে অটোরিকশা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৯, জুলাই ১৬, ২০২৩
হাজীগঞ্জে অটোরিকশা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জে সিএনজিচালিত অটোরিকশা চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে তাদের কাছ থেকে চোরাই অটোরিকশা জব্দ করা হয়।

রোববার (১৬ জুলাই) দুপুরের দিকে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।  

গ্রেপ্তাররা হলেন- হাজীগঞ্জ উপজেলার দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ মিজিবাড়ির রাকিব (২২), বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া নোসাগাজী বাড়ির নাসির গাজী (২৭) ও নরসিংদী জেলার মাধবপুর থানা এলাকার সাদ্দাম হোসেন (৩০)।

ওসি মুহাম্মদ আবদুর রশিদ জানান, গতকাল শনিবার সকাল থেকে পুলিশ অভিযান পরিচালনা করে রাকিব ও নাসিরকে বাকিলা এবং দ্বাদশ গ্রাম ইউনিয়ন থেকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে নরসিংদীর মাধবপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে চুরি যাওয়া অটোরিকশা জব্দসহ সাদ্দামকে গ্রেপ্তার করা হয়।  

এর আগে গত শুক্রবার (১৪ জুলাই) সকালে হাজীগঞ্জ পৌর এলাকার ধেররা মৎস্য আড়তের কাছ থেকে অটোরিকশাটি চুরি হয়। এ ঘটনায় ওইদিনই অটোরিকশার মালিক মো. মজিব হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে চাঁদপুর আদালতে সোপর্দ করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।