ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাইকিং করা থেকে বিএনপিকে বিরত থাকতে বললো ডিএমপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
মাইকিং করা থেকে বিএনপিকে বিরত থাকতে বললো ডিএমপি

ঢাকা: আগামী ১৮ ও ১৯ জুলাই বিএনপির পদযাত্রার কর্মসূচি রয়েছে। এ লক্ষ্যে প্রচারণার জন্য দলটিকে রাজধানীতে মাইকিং করা থেকে বিরত থাকতে বলেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি জানায়, জনসাধারণের বিরক্তি ও শব্দ দূষণ রোধে বিএনপিকে মাইকিং করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। শনিবার (১৫ জুলাই) ডিএমপির পক্ষ থেকে বিএনপিকে এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়।  

রোববার (১৬ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার (ডিসি) ফারুক হোসেন বাংলানিউজকে এ চিঠির বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএমপি জানায়, আগামী ১৮ ও ১৯ জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে বিএনপি। এ পদযাত্রার প্রচারণার জন্য  ১৬ ও ১৭ জুলাই ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ওয়ার্ডে ওয়ার্ডে মাইকিং করার অনুমতি চেয়ে ডিএমপিতে আবেদন করেছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও দপ্তরের চলতি দায়িত্বে থাকা সাইদুর রহমান মিন্টু। তার এ আবেদনের পরিপ্রেক্ষিতে ডিএমপি চিঠি দিয়ে মাইকিং করা থেকে দলটিকে বিরত থাকতে বলে।  

ডিএমপির চিঠিতে বলা হয়, ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ ১৯৭৬ এর ৩১ বিধি অনুযায়ী মহানগরীর জনসাধারণের বিরক্তিসহ শব্দ দূষণ রোধকল্পে মাইক্রোফোন, লাউড স্পিকার বা অন্য কোনো শব্দ জোরদার করার জন্য ব্যবহৃত যন্ত্র (মাইকিং) নিষিদ্ধ, সীমিত ও নিয়ন্ত্রণ করার ক্ষমতা ডিএমপি কমিশনারের রয়েছে।

চিঠিতে আরও বলা হয়, উক্ত বিধি অনুযায়ী জনসাধারণের বিরক্তিসহ শব্দ দূষণ রোধকল্পে মাইকিং করা হতে বিরত থাকার জন্য বলা হলো।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
এসজেএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।