ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ছাগল চুরি তাদের পেশা, অবশেষে ধরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
ছাগল চুরি তাদের পেশা, অবশেষে ধরা

মেহেরপুর: ছাগল চুরি তাদের পেশা। কখনো ইজিবাইক নিয়ে, কখনো মোটরসাইকেলে চড়ে ভিন্ন ভিন্ন পন্থায় বিভিন্ন এলাকায় ছাগল চুরি করতেন তারা।

 

অবশেষে ধরা পড়লেন এ দুই ছাগলচোর। রোববার (১৬ জুলাই) দুজনেই প্যান্ট পরে ছাগল বিক্রি করতে গেলে তাদের হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেন জনতা।

আটক দুই চোর হলেন - মেহেরপুরের গাংনী উপজেলার রামদেবপুর গ্রামের আশাদুল ইসলামের ছেলে পারভেজ হোসেন (২০) ও একই গ্রামের আব্দুল হামিদের ছেলে রনি আহম্মেদ (২৫)।

ধলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।  

তিনি বলেন, এই দুই চোর একটি ছাগল খাঁসমহল গ্রামে বিক্রি করতে যায়। তাদের দেখে সন্দেহ হয় স্থানীয়দের। এরপর তাদের আটকে বিভিন্নভাবে জেরা করার এক পর্যায়ে ছাগলটি চুরি করা বলে স্বীকার করেন তারা। পরে তাদের দুজনকে আমাদের হাতে তুলে দেন স্থানীয়রা।

তাদের দুজনের বিরুদ্ধে চুরির অভিযোগে মামলা দেওয়া হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।