ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

জমি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে জখম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
জমি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।  

এ ঘটনায় রোববার (১৬ জুলাই) দুপুরে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এর আগে শনিবার (১৫ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এ সময় বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।  

জানা যায়, চেঙ্গাকান্দি গ্রামের আব্দুল আউয়ালের সঙ্গে পার্শ্ববর্তী নবী হোসেনের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এ জের ধরে আদালতে মামলা চলছে। এ নিয়ে গত শনিবার সন্ধ্যায় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নবী হোসেনের নেতৃত্বে শাহজালাল, নুরে আলম, হৃদয়সহ ১০ থেকে ১২ জনের একটি দল রামদা, চাপাতি, লোহার রড, শাবলসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। হামলায় আব্দুল আউয়াল, আক্তার হোসেন, বেলায়েত হোসেন, মোক্তার হোসেন ও ফেরদৌসী আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে আক্তারের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় আহত আব্দুল আউয়ালের স্ত্রী জয়নব বেগম বাদী হয়ে রোববার দুপুরে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।  

অভিযুক্ত নবী হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে আমাদের লোকজনও আহত হয়েছেন। আমরাও থানায় অভিযোগ দিয়েছি।  

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, হামলা ও সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।   

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।