ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

ক্লাসরুমে পলেস্তারা খসে কলেজছাত্রী আহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
ক্লাসরুমে পলেস্তারা খসে কলেজছাত্রী আহত

বরিশাল: বরিশাল সরকারি আলেকান্দা কলেজে ক্লাস চলাকালে পলেস্তারা খসে পড়ে এক ছাত্রী আহত হয়েছেন।

রোববার (১৬ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে আহত কলেজছাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

কলেজের ছাত্র-শিক্ষক সূত্রে জানা গেছে, বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধীনে ছিল বরিশাল সরকারি কর্মাশিয়াল ইনস্টিটিউট। ১৯৬৪ সালে এ ইনস্টিটিউটের ভবন নির্মাণ করা হয়। ইনস্টিটিউটটি কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে থাকার পর ২০১৬ সালে কলেজটি বরিশাল সরকারি আলেকান্দা কলেজে রূপান্তর করা হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এ কলেজ ভবনটিও বেহালদশায় পরিণত হয়। প্রায়ই এ ভবনের বিভিন্ন স্থানে পলেস্তারা খসে পড়ে। এমনকি ভবন থেকে বৃষ্টির পানিও পড়ে।

রোববার সকাল ১০টা ২০ মিনিটে ভবনের ৩০৯ নম্বর রুমে গণিত ক্লাস শুরু হয়। এ ক্লাস চলাকালে পলেস্তার খসে পড়ে এক ছাত্রী আহত হন।

এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও সহযোগী অধ্যাপক (অর্থনীতি) সোহরাব হোসাইন বাংলানিউজকে বলেন, ভবনটি অনেক পুরাতন। খুবই খারাপ অবস্থা। প্রায় সময় পলেস্তারা খসে পড়ে। তবে আগে কারও শরীরে পড়েনি। এবারই এক ছাত্রীর শরীরে পড়েছে। তবে ওই ছাত্রী তেমন গুরুতর আহত হয়নি। ঘটনাস্থল আমি ও শিক্ষক পরিষদের সম্পাদক দেখেছি। এ ভবন ভেঙে এখন নতুন ভবন করা দরকার। না হলে এমন ঘটনা আবারও ঘটতে পারে।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
এমএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।