ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় হ্যাচারির পুকুরে মিলল আইনজীবীর মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
খুলনায় হ্যাচারির পুকুরে মিলল আইনজীবীর মরদেহ প্রতীকী ছবি

খুলনা: খুলনায় আইনজীবী লুৎফুল কবির নওরোজের (৫৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দুর্নীতি দমন কমিশনের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি)।

রোববার (১৬ জুলাই) সন্ধ্যায় কাজিবাছা নদীর তেতুলতলা রিয়া হ্যাচারির পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

রূপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মো. নুরুল ইসলাম জানান, হ্যাচারির পুকুরটি কাজিবাছা নদীর সঙ্গে সংযুক্ত। নদীর জোয়ারের পানি পুকুরটিতে যায়। নদী থেকে মরদেহটি ভাসতে ভাসতে পুকুরে যেতে পারে। মরদেহের পকেট থেকে মোবাইল ফোন ও আইডি উদ্ধার হয়েছে। গত দুই/তিন ধরে তিনি নিখোঁজ ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
এমআরএম/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।