ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিজিবির ওপর হামলা, ৪২১ জনকে আসামি করে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
বিজিবির ওপর হামলা, ৪২১ জনকে আসামি করে মামলা

নীলফামারী: নীলফামারীর ডিমলায় নির্বাচনের মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।  

মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে ডিমলা থানায় নীলফামারী ব্যাটালিয়ানের (৫৬ বিজিবি) নায়েব সুবেদার নজরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় ২১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় যাদের নাম উল্লেখ করা হয়েছে- ফেরদৌস মিয়া (৪০), আব্দুল বারেক (৩৫), মো. তারেক (৩২), শফিয়ার রহমান (৬০), রহিদুল ইসলাম(৫৫), আ. করিম (৪৮), তাসিন (২৩), রবিউল ইসলাম (৩০), কামিনুর রহমান (৩৪), ফজল মিয়া রানা (৩৫), মোছা. নাছিমা বেগম (২৮), মোছা. রুবিনা বেগম (৪০), মোছা. পারভিন বেগম (৩৫), আ. করিম (৪৮), আবু হানিফ (৪২), মো. মাসুদুল ইসলাম (৩০), মো. ফরহাদ আলী (৩৫), মো. হাবিবুর রহমান হাবু (৩০), মো. আনিসুর রহমান (৩৩) ও মো. আবু জাহিদ (৩৮)।  এখন পর্যন্ত ১১ জন গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে সোমবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার টেপা খড়িবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খড়িবাড়ী পণ্ডিতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গণনা শেষে প্রকাশিত ফলাফলে অসন্তোষ হয়ে সাধারণ সদস্য পদপ্রার্থী ফেরদৌস মিয়ার প্রার্থীর সমর্থকরা বিজিবি সদস্যদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করেন।

এ বিষয়ে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বলেন, মামলার পর এখন পর্যন্ত ১১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে আমরা কাজ করছি।

বাংলাদেশ সময়: ০৭৪৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।