ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
রাজবাড়ীতে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

রাজবাড়ী: রাজবাড়ী জেলা সদরের চন্দনী এলাকায় ট্রাকচাপায় লোকমান সরদার (৮৪) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লোকমান একই উপজেলার ধাওয়াপাড়া গ্রামের বাসিন্দা।

চন্দনী ইউনিয়ন পরিষদের (ইউএনও) চেয়ারম্যান আব্দুর রব জানান, বৃদ্ধ লোকটি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ট্রাকচাপায় ঘটনাস্থলেই তার হয়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।