ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ভবন থেকে পড়ে প্রাণ গেল শিক্ষার্থীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
রাজধানীতে ভবন থেকে পড়ে প্রাণ গেল শিক্ষার্থীর প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর খিলগাঁও এলাকায় সাততলা ভবনের ছাদ থেকে পড়ে মোবাশ্বের হোসেন (১৬) নামে এক শিক্ষার্থী মারা গেছে। সে এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল।

শনিবার রাত ১১টার দিকে খিলগাঁও মেরাদিয়া জি-ব্লকে ঘটনাটি ঘটে। রোববার (২৩ জুলাই) এ তথ্য নিশ্চিত করে পুলিশ।

মোবাশ্বের নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বালিয়াকান্দি গ্রামের আব্দুল গফুরের ছেলে।

জানা যায়, ছাদ থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় মোবাশ্বের। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

খিলগাঁও থানার পরিদর্শক (অপারেশন) সুজিত কুমার সাহা বলেন, মোবাশ্বেরের বাড়ি নোয়াখালী। সেখানে একটি স্কুল থেকে এসএসসি দিয়েছিল। চলতি মাসের ৮ তারিখে খিলগাঁওয়ের ওই ভবনে মানিক নামের এক আত্নীয়ের বাসায় বেড়াতে আসে। ১০তলা ভবনের সাততলায় মানিকসহ কয়েকজন মেস করে থাকেন।

তিনি আরও বলেন, গতরাতে মেবাশ্বের সাততলার বারান্দা দিয়ে অসাবধানবশত নিচে পড়ে যায়।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
এজেডএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।