ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আলোচিত হত্যা মামলায় ফাঁসির আসামি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১০, জুলাই ২৩, ২০২৩
আলোচিত হত্যা মামলায় ফাঁসির আসামি আটক

সিরাজগঞ্জ: রাজধানী ঢাকার কামরাঙ্গীচরে অভিযান চালিয়ে পাবনা জেলার আলোচিত একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি তুষারকে (৩৪) আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২) সিরাজগঞ্জের সদস্যরা।

শনিবার (২২ জুলাই) কামরাঙ্গীচর থানার নবীনগর এলাকা থেকে তুষারকে আটক করা হয়।

আটক তুষার পাবনা জেলা সদরের পৈলানপুর গ্রামের মো. মিজানুর রহমান মিজানের ছেলে।  

রোববার (২৩ জুলাই) বেলা ১২টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গায় র‍্যাব-১২ প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিনায়ক মো. মারুফ হোসেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, আর্থিক লেনদেনকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে ২০০৮ সালে ২৮ মে গভীর রাতে পাবনার পৈলানপুর চৌরাস্তা মোড়ে ছুরিকাঘাতে হত্যা করা হয় রাহাত চৌধুরী ওরফে হীরা (২৪) নামে এক যুবককে। এ ঘটনায় ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলার শুনানি শেষে ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি আদালত রায় ঘোষণা করেন। রায়ে দুই আসামির মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। বাকি চার আসামিকে খালাস দেওয়া হয়।

তিনি বলেন, গত ৮ এপ্রিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি মিজানকে আটক করা হয়। আর শনিবার গোয়েন্দা ইউনিটের সহযোগিতায় কামরাঙ্গীচর থানার নবীনগর থেকে তুষারকে আটক করা হয়।  

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এলাকায় কুখ্যাত সন্ত্রাসী নামে পরিচিত তুষারের বিরুদ্ধে পাবনা ও নাটোর জেলায় একাধিক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, জুলাই ২২, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।