ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সোহেল তাজের ৩ দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
সোহেল তাজের ৩ দাবি

ঢাকা:  বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সরকারের কাছে তিন দাবি জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

রোববার (২৩ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ‘তারুণ্যের প্রেরণায় বঙ্গতাজ তাজউদ্দীন আহমদ: জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ তিন দাবি জানান সোহেল তাজ।

সভার শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদ, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদসহ জাতীয় চার নেতা, সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। সভায় তাজউদ্দীন আহমদের বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন আলোচকরা।

সভায় সোহেল তাজ বলেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৫ আগস্ট সপরিবারে হত্যা করার পর মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়া জাতীয় ৪ নেতাকে কারাগারে নির্মমভাবে হত্যা করা হয়। এই ৪ নেতা জীবন দিয়ে প্রমাণ করে গেছেন তারা বঙ্গবন্ধু ও বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেননি। তাই ৩ নভেম্বর জেল হত্যা দিবসকে রাষ্ট্রীয় মর্যাদায় পালন করতে ঘোষণা দেওয়া সময়ের দাবি।  

দ্বিতীয় দাবির কথা উল্লেখ করে তিনি বলেন, ১০ এপ্রিল ‘প্রজাতন্ত্র দিবস’ ঘোষণা করতে হবে।

বঙ্গতাজপুত্র বলেন, আমার তৃতীয় দাবি হচ্ছে, যারা মহান মুক্তিযুদ্ধে এবং মুক্তিযুদ্ধের সংগঠক, সামরিক, বেসামরিক, রাজনৈতিক ও কূটনীতিকসহ  সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছেন তাদের সকলের জীবনী, ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে হবে।

পরে সোহেল তাজ বিটিএসএস এর আনুষ্ঠানিক উদ্বোধন এবং ২৫ সদস্য বিশিষ্ট বিটিএসএস-কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্যদের নাম ঘোষণা করেন। এতে সভাপতি শরীফা আক্তার ও সাধারণ সম্পাদক এনামুল হক মাসুমের নাম ঘোষণা করা হয়।

আওয়ামী লীগ নেতা ও বিটিএসএস ব্যবস্থাপনা বোর্ডের চেয়ারম্যান এরশাদুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বিটিএসএসের উপদেষ্টা  ডা. খালেদ মোহাম্মদ ইকবাল, গ্রিন লাইফ  কলেজ অব নার্সিংয়ের উপাধাক্ষ শেখ মো. জহিরুল আলম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং অফিসার রাজীব কুমার বিশ্বাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
এমকে/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।