ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুক্তিযোদ্ধা বাবাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
মুক্তিযোদ্ধা বাবাকে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

মাগুরা: মাগুরায় সম্পত্তি ও টাকার জন্য মুক্তিযোদ্ধা হাতেম মোল্লা (৭৫)কে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে বড় ছেলের বিরুদ্ধে।  

শুক্রবার (২৮ জুলাই) সকাল ৭টার দিকে জেলা শহরের পারনান্দুয়ালী মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

হাতেম মোল্লা পারনান্দুয়ালী মোল্লাপাড়া গ্রামের মৃত মালেক মোল্লার ছেলে।

নিহতের ছোট ছেলের বউ সুমাইয়া আক্তার বলেন, আমার বড় ভাসুর লিটু মোল্লা দীর্ঘদিন ধরে বাড়ির জমি লিখে দেওয়া ও নগদ আড়াই লাখ টাকার জন্য শ্বশুরকে চাপ দিচ্ছিল। গত ছয় মাস আগে ভাসুরের নির্যাতন সহ্য না করতে পেরে শ্বশুরকে নিয়ে পারনান্দুয়ালী মোল্লাপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় থাকি।  

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে ভাসুর লিটু মোল্লা, তার স্ত্রীর তানিয়াসহ চারজন আমাদের ভাড়া বাড়িতে এসে শ্বশুরের সঙ্গে টাকার জন্য তর্কে লিপ্ত হয়। এ সময় আমি বাড়ির ছাদে রান্না করছিলাম। ছাদ থেকে নেমে দেখি আমার শ্বশুর অচেতন হয়ে পড়ে আছে। এ সময় তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. মামুন-উর রশীদ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। তবে ঠিক কী কারণে মৃত্যু হয়েছে সেটি ময়নাতদন্তের রিপোর্ট আসলে বোঝা যাবে।  

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেকেন্দার আলী বলেন, শুক্রবার সকালে বড় ছেলে লিটু মোল্লা টাকার জন্য হাতেম আলীর ভাড়া বাড়িতে আসে। ওই সময় হাতেম আলীর মৃত্যু হয়েছে। মরদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।  

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জুলাই ২৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।