পিরোজপুর: পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় পেয়ারাবাগানে বেড়াতে গিয়ে ভিমরুলের কামড়ে ২৪ জন আহত হয়েছেন। শুক্রবার (২৮ জুলাই) সকালে উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নের আদমকাঠি খাল এলাকায় এ ঘটনা ঘটে।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঝালকাঠির রাজাপুর উপজেলা থেকে একদল পর্যটক ট্রলারে করে আটঘর কুড়িয়ানা পেয়ারাবাগানে বেড়াতে যান। সকাল সাড়ে ১০টার দিকে ট্রলারটি আদমকাঠি খালের তীর ঘেঁষে যাওয়ার সময় হঠাৎ কিছু ভিমরুল তাদের আক্রমণ করে। এ সময় ভিমরুলের কামড়ে ট্রলারে থাকা ২৪ জন আহত হন। চিৎকার শুনে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মধ্যে ৫ শিশু ও ৮ নারী রয়েছেন।
আহত মুশফিকুর রহমান (৩০) বলেন, আমাদের ট্রলারটি খালের পাশের ঝোপ ঘেঁষে যাওয়ার সময়ে ভিমরুলের বাসায় ধাক্কা লাগে। এতে ভিমরুলগুলো ট্রলারের যাত্রীদের কামড় দেয়। এ সময় আমাদের চিৎকার শুনে আশপাশের ট্রলারে থাকা লোকজন ছুটে এসে উদ্ধার করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার মুশাররাত শবনব বলেন, দুপুরে কয়েক দফায় ভিমরুলের কামড়ে আহত ২৪ জনকে তারা চিকিৎসা দিয়েছেন।
উল্লেখ্য, পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানায় রয়েছে দেশের সবচেয়ে বড় পেয়ারা বাগান। আটঘর কুড়িয়ানা একটি ইউনিয়নের নাম। এ ইউনিয়নের সবগুলো গ্রামে পেয়ারা চাষ হয়। এটি পেয়ারা চাষের জন্য বিখ্যাত। গ্রামগুলোর খালের তীরে রয়েছে সারি সারি পেয়ারাবাগান। পেয়ারা বেচাকেনার জন্য আটঘর কুড়িয়ানা খালে বর্ষা মৌসুমে প্রতিদিন ভোর থেকে দুপুর ১২টা পর্যন্ত ভাসমান হাট বসে। আটঘর থেকে তিন কিলোমিটার দূরে ঝালকাঠির ভিমরুলিতে রয়েছে পেয়ারার সবচেয়ে বড় ভাসমান হাট। প্রতিবছর পেয়ারার মৌসুমে পর্যটকরা পেয়ারাবাগানে বেড়াতে যান। আটঘর থেকে ভিমরুলি যাওয়ার পথে খালের পাড়ে গড়ে উঠেছে কয়েকটি পর্যটনকেন্দ্র ও পেয়ারা পার্ক।
বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, জুলাই ২৯, ২০২৩
আরবি