ঢাকা, বুধবার, ১৬ আশ্বিন ১৪৩২, ০১ অক্টোবর ২০২৫, ০৮ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ২ ট্রলার ডুবি, নিখোঁজ ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪৪, জুলাই ২৯, ২০২৩
বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ২ ট্রলার ডুবি, নিখোঁজ ১ ফাইল ফটো

পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ২৯ জেলেসহ এফবি জুবায়ের ও এফবি মুনিয়া নামে দুটি মাছধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রবিউল (২৯) নামে এক জেলে নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (২৮ জুলাই) দুপুরে কুয়াকাটা থেকে ২০ কিলোমিটার গভীর সাগরের পৃথক স্থানে এ ঘটনা ঘটে। নিখোঁজ রবিউল রাঙ্গাবালী উপজেলার মৌডুবী ইউনিয়নের রফিক মিয়ার ছেলে।

মহিপুর মৎস্য আড়ৎ সমবায় সমিতির সাধারণ সম্পাদক রাজা মিয়া বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, দুপুরে আকস্মিক ঝড়ের কবলে পড়ে ট্রলারটি দুটি ডুবে যায়। এ সময় পার্শ্ববর্তী দুটি ট্রলার ২৮ জেলেকে উদ্ধার করলেও ইঞ্জিনরুমে থাকায় নিখোঁজ হন রবিউল। উদ্ধারকৃত জেলেদের বাড়ি রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন গ্রামে। আগামী শনিবার (২৯ জুলাই) ট্রলার দুটি উদ্ধারে অভিযান শুরু করা হবে।  

বাংলাদেশ সময়: ০১৪৩ ঘণ্টা, জুলাই ২৯,  ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।