ঢাকা, শুক্রবার, ১৩ আষাঢ় ১৪৩২, ২৭ জুন ২০২৫, ০১ মহররম ১৪৪৭

জাতীয়

আশুলিয়ায় বাস-রিকশা পোড়ানোর ঘটনায় মামলা, আসামি অর্ধশত

স্টাফ করসেপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫২, জুলাই ৩০, ২০২৩
আশুলিয়ায় বাস-রিকশা পোড়ানোর ঘটনায় মামলা, আসামি অর্ধশত

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় বাস ও রিকশা পোড়ানোর ঘটনায় দুটি মামলা হয়েছে। বাস পোড়ানোর মামলায় ৩১ জন ও রিকশা পোড়ানো মামলায় ১৯ জনকে আসামি করা হয়েছে।

রোববার (৩০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান।

এর আগে, শনিবার (২৯ জুলাই) দুপুরে আশুলিয়ার নিরিবিলি এলাকায় বিকাশ পরিবহনের একটি বাস পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। অন্যদিকে আশুলিয়া বাজার এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা পোড়ানোর ঘটনা ঘটে। পরে রাতে আশুলিয়া থানায় মামলাগুলো করা হয়।

ওসি কামরুজ্জামান বাংলানিউজকে বলেন, গতকাল বাস ও অটোরিকশা পোড়ানোর ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। মামলার আসামিরা সবাই বিএনপি সমর্থিত লোকজন।

বাস পোড়ানোর মামলার বাদী বাসের মালিক। অটোরিকশা পোড়ানোর মামলার বাদী পুলিশ।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
এসএফ/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।