ঢাকা: রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (৩০ জুলাই) ছয়টা থেকে সোমবার (৩১ জুলাই) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে ১৮৩৮ ইয়াবা, ৪০ পুরিয়া হেরোইন ও ২ কেজি গাঁজা জব্দ করা হয়।
তাদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৬টি মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
এমএমআই/এমএইচএস