ঢাকা, মঙ্গলবার, ২৬ ফাল্গুন ১৪৩১, ১১ মার্চ ২০২৫, ১০ রমজান ১৪৪৬

জাতীয়

বিএনপির সমাবেশ ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
বিএনপির সমাবেশ ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী

ঢাকা: রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট সংলগ্ন গেটের পাশে চলছে বিএনপির জনসমাবেশ। এ কর্মসূচি ঘিরে যেকোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে শাহবাগসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (৩১ জুলাই) দুপুর ২টা ৪০ মিনিটে বিএনপির জনসমাবেশ শুরু হয়। এরপর থেকে বিকেল ৪টা পর্যন্ত শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশপাশের এলাকা ঘুরে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ ও প্রয়োজনীয় সরঞ্জামাদি দেখা গেছে।

শাহবাগ মোড়ের সামনে রায়ট কার, জল কামান ও প্রিজন ভ্যান প্রস্তুত রাখা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান করছে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ। সেখানেও রায়ট কার, জল কামান ও প্রিজন ভ্যান প্রস্তুত রাখা হয়েছে।

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে বাংলানিউজকে নিশ্চিত করেছেন রাজু ভাস্কর্য এলাকায় দায়িত্ব পালন করছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মসিউল আলম।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
এমএমআই/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।