ঢাকা, সোমবার, ১৯ মাঘ ১৪৩১, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩ শাবান ১৪৪৬

জাতীয়

বাংলাদেশে শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রত্যাশা জাতিসংঘের

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, আগস্ট ১, ২০২৩
বাংলাদেশে শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রত্যাশা জাতিসংঘের

ঢাকা: জাতিসংঘ বাংলাদেশে শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রত্যাশা করে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক।

সোমবার (৩১ জুলাই) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে ফারহান হক বলেন, জাতিসংঘ বাংলাদেশে শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন প্রত্যাশা করে।  

রোহিঙ্গা ইস্যু প্রসঙ্গে তিনি বলেন, রোহিঙ্গা শরণার্থীদের প্রতি বাংলাদেশের উদারতা জাতিসংঘ প্রকৃতপক্ষে প্রশংসা করে। আমরা আশা করি এটি অব্যাহত থাকবে।

অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, মানবাধিকার কাউন্সিলের সদস্যপদ নিয়ে মন্তব্য করা আমার কাজ নয়, এটা সদস্য দেশগুলোর সিদ্ধান্তের বিষয়।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, আগস্ট ০১, ২০২৩
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।