ঢাকা: রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় একটি গাছ সড়কে উপড়ে পড়ে গাড়ি চালকসহ চারজন আহত হয়েছেন। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার (০১ আগস্ট) বিকেলের দিকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- গণপূর্ত অধিদপ্তরের গাড়িচালক উত্তম বর্মন ও তার অফিসের কর্মকর্তা সোহেল রহমান এবং রিকশাচালক বাদশা মিয়া ও রিকশারযাত্রী মনির হোসেন।
আহতরা জানান, কেন্দ্রীয় শহীদ মিনার সড়ক অতিক্রম করার সময় হঠাৎ বড় একটি গাছ উপড়ে সড়কে পড়ে। এতে তারা ওই গাছের নিচে ডালপালায় চাপা পড়ে আহত হয়েছেন।
আহত মনিরের সঙ্গে রিকশায় ছিলেন ইয়াসিন নামে এক ব্যক্তি। তবে তিনি এ ঘটনায় আহত হননি।
ইয়াসিন জানান, গুলিস্তান থেকে রিকশায় তারা দুজন নিউমার্কেটের দিকে যাচ্ছিলেন। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় রিকশাটি পৌঁছালে হঠাৎ একটি গাছ সড়কে উপড়ে পড়ে। এ সময় তাদের রিকশা ও একটি জিপ গাছের ডালপালার নিচে চাপা পড়ে। এতে তার পাশে থাকা মনির আহত হন।
আহত গাড়িচালক উত্তম বর্মন জানান, অফিসের এক স্যারকে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় পৌঁছালে হঠাৎ একটি গাছ সড়কে উপড়ে পড়লে তারা গাছের ডালপালায় নিচে চাপা পড়েন। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় আমরা গাড়ি থেকে বের হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছি। এ ঘটনায় আমার স্যারও আহত হয়েছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গাছের নিচে চাপা পড়ার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে তারা শঙ্কা মুক্ত।
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, আগস্ট ০১, ২০২৩
এজেডএস/আরআইএস