ঢাকা: চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) প্রতিষ্ঠার ৯৬তম বার্ষিকী ঢাকায় উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ঢাকার চীনা দূতাবাস এক অনুষ্ঠানের আয়োজন করে।
মঙ্গলবার (১ আগস্ট) ঢাকার চীনা দূতাবাস জানায়, অনুষ্ঠানে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশি সশস্ত্র বাহিনী, সরকার, পুলিশ, বিদেশি মিশন, ঢাকার ডিফেন্স অ্যাটাশে এবং চীনা সম্প্রদায়ের লোক এই অনুষ্ঠানে যোগ দেন।
ঢাকায় চীনা দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে সিনিয়র কর্নেল দু জিনশেং তার বক্তৃতায় বলেন, ১৯২৭ সালে প্রতিষ্ঠার পর থেকে পিএলএ চীনা জাতির স্বাধীনতা ও মুক্তি অর্জন, চীনের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নে এক অসাধারণ যাত্রা শুরু করেছে। সেইসঙ্গে বিশ্বে শান্তি ও অগ্রগতিতেও ভূমিকা রেখেছে। তিনি বলেন, গত কয়েক দশক ধরে পিএলএ জাতিসংঘের অনেক শান্তিরক্ষা কার্যক্রম, আন্তর্জাতিক দুর্যোগ ত্রাণ প্রচেষ্টা এবং মানবিক কর্মসূচিতে অংশ নিয়েছে। বাংলাদেশসহ অন্যান্য দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব ও সহযোগিতা গড়ে তুলেছে।
লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথির বক্তৃতায় পিএলএর প্রতিষ্ঠা উপলক্ষে অভিনন্দন জানান। তিনি দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভূয়সী প্রশংসা করেন। চীন ও বাংলাদেশের সামরিক বাহিনী বৃহত্তর অর্জনে এক যোগে কাজ করবে বলেও মন্তব্য করেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা পিএলএর প্রতিষ্ঠার ৯৬তম বার্ষিকীতে উষ্ণ অভিনন্দন প্রকাশ করেন। বিশ্ব শান্তিতে পিএলএর কৃতিত্ব ও অবদানের কথা স্মরণ করেন। তারা চীন ও বাংলাদেশের সামরিক বাহিনীর মধ্যে সুসম্পর্কের সুষ্ঠু ও স্থিতিশীল উন্নয়নের জন্য শুভেচ্ছা জানান।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, আগস্ট ০১, ২০২৩
টিআর/এসআইএ