ঢাকা, বৃহস্পতিবার, ২২ কার্তিক ১৪৩১, ০৭ নভেম্বর ২০২৪, ০৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে সড়কের মাঝে পড়েছিল এক ব্যক্তির মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, আগস্ট ১, ২০২৩
যাত্রাবাড়ীতে সড়কের মাঝে পড়েছিল এক ব্যক্তির মরদেহ

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর জনপদ মোড় রাস্তার মাঝে বাউন্ডারি দেওয়ার চত্বর থেকে অজ্ঞাতপরিচয় (৭০) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।  

পুলিশের ধারণা, মৃত ব্যক্তি ভবঘুরে হতে পারে।

ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার নাম ও ঠিকানা জানার চেষ্টা করা হবে।

মঙ্গলবার (১ আগস্ট) সন্ধ্যার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ মোল্লা জানান, যাত্রাবাড়ীর জনপদ মোড় রাস্তার মাঝে বাউন্ডারি দেওয়ার চত্বরে ওই ব্যক্তি মৃত অবস্থায় পড়েছিল।  পরে সংবাদ পেয়ে তার মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  

ধারণা করা হচ্ছে, অজ্ঞাতপরিচয় ব্যক্তি রাস্তায় ঘোরাঘুরি করতো ভবঘুরের মতো।  তার নাম ও ঠিকানা কিছুই জানা যায়নি। অসুস্থজনিত কারণে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নাম ও ঠিকানা জানার জন্য ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করার চেষ্টা চলছে বলে জানান ওই এসআই।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০২৩
এজেডএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।